মোঃ হামিদুল ইসলাম,রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে লোকসংগীত একাডেমীর উদ্যােগে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মরনসভা ও ৩ গুনীজনকে সন্মাননা প্রদানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ আগষ্ট) রাতে রাজারহাট উপজেলা লোক সংগীত একাডেমীর আয়োজনে উত্তরবঙ্গের ভাওয়াইয়া যুবরাজ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কছিম উদ্দিন সাহেবের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন ইউপি চেযারম্যান সহঃ অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিশিষ্ট গুনী ব্যক্তিত্ব।
স্মরণ সভা শেষে তিন গুনীজন, বিশিষ্ট শিল্পী অনন্ত কুমার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক এবং প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু – কে সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু যোবায়ের আল মুকুল, ভাইস প্রিন্সিপাল উলিপুর সরকারি কলেজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা লোক সংগীত একাডেমীর সভাপতি নাজমুল হুদা।