পেকুয়া প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় জমির হিসাবের কথা বলে অন্য ভাই ও বোনেরা মিলে আপন ভাইকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে পেটানো অভিযোগ উঠেছে।
২৭ আগস্ট দুপুর ২টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ষাট দুনিয়া পাড়া মৃত এলাদাদের পুত্র লোকমানের ঘরে এই ঘটনা।
এই ঘটনায় আহত অবস্থায় সোলাইমান বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোলাইমান বাদশা (৫৮) এই এলাকার মৃত এলাহাদাদের ছেলে পেকুয়ার চর আজিজিয়া হোছাইনীয়া পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।
এই ঘটনায় অভিযুক্ত আব্দুল মন্নান(৪০), ওসমান গনি(৬৯),লোকমান হাকিম(৪৫) রেনুয়ারা বেগম(৩৮) এই এলাকার মৃত এলাহাদাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সোলাইমান বাদশার ছোট রেনুয়ারা বেগম তাদের পৈতৃক সম্পত্তির হিসাবের কথা বলে ভাই লোকমান হাকিমের ঘরে ডাকে লোকমান ঘরের দরজা বন্ধ করে দিয়ে আব্দুল মন্নান, ওসমান গনি, মিলে হাতুড়ি দিয়ে কোমরে ও ঘাড়ে আঘাত করতে থাকে,একপর্যায়ে গলাটিপে হত্যার চেষ্টা করলে। সোলাইমান চিৎকার চেচামেচি শুরু করলে ছেলে মেয়ে ও প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় সোলাইমানের স্ত্রী ছাবেকুন নাহার বাদী হয়ে পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
ছাবেকুন নাহার বলেন,আমার স্বামী সোলাইমান পৈত্রিক সুত্রে ২৪ শতক পাই কিন্তু তাঁর দখলে ১৮ শতক। ওই ১৮ শতক দিয়ারা রেকর্ডে তার নামে রেকর্ড হয়ে যায়। তাই তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে কালকে বাড়ি থেকে জমি হিসাবের কথা লোকমানের ঘরে নিয়ে দরজা বন্ধ করে মন্নান, ওসমান,লোকমান মিলে হাতুড়ি দিয়ে ইচ্ছে মত মারধর করে। আমরা ৬শতক তাদের কাছ থেকে পাব তাই বাহানা। আমার স্বামীর নামে দিয়ারা রেকর্ড হইছে সেটা আমরা এখনো জানি।আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সুস্থ বিচার আশা করছি।
পেকুয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত তাজ উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে “।