জাকির হোসেন সুমন,ব্যাুরো চীফ ইউরোপঃ
প্রকৃতিক সৌন্দর্য ও ধনীদেশ গুলোর মধ্যে অন্যতম দেশ সুইজারল্যান্ড । দেশটির যেদিকেই চোখ যায় সেদিকেই অপরুপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের নজরকাঁড়ে। সুইজ ব্যাংকের কারনে দেশটি সবার কাছে বেশী পরিচিত হলেও , ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় দেশটির প্রকৃতিক সৌন্দর্যের কারনে । পাহাড় ও লেকে ঘেরা পর্যটনের দেশটিতে বিভিন্ন শহরে ঘুরতে আসেন, অনেকেই আবার বিভিন্ন দেশ হতে বনভোজন করতে দল বেধে ছুটে আসেন সুইজারল্যান্ডে ।
সুইজারল্যান্ডের জুরিখ , অন্যতম একটি শহর। পর্ষটকদের মূল আকর্ষণ রাইনফল এর জলপ্রপাত, পাহাড় ও লেক । সম্প্রতি ইতালিতে বসবাসরত কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আয়োজনে বনভোজনের আয়োজন করা হয়। দের শতাধিক বাংলাদেশী এ বনভোজনে অংশনেন দুইটি বিলাসবহুল বাস যোগে। ঘুরে দেখেন রাইনফল জলপ্রপাত সহ জুরিখের প্রাকৃতিক সৌন্দর্য । দুপুরের খাওয়া দাওয়া শেষে মেতে উঠেন খেলাধুলা ও রেফেল ড্র আয়োজনে । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের নেতৃবৃন্দ ।সে সময় উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ রফিকুল বারী(প্রধান উপদেষ্টা )
আক্কাছ আলী (আব্বাছ)(উপদেষ্টা )মোহাম্মদ আলী(উপদেষ্টা )তাজুল ইসলাম ( সভাপতি)ফখরুল চৌধুরী (সিনিয়র সহ সভাপতি)আব্দুল ওয়াদুদ বাসেদ( সাধারণ সম্পাদক)শাহীন মিয়া (সহ সভাপতি)আলমাছ মিয়া (সহ সভাপতি)বশির আহমেদ (যুগ্ন সাধারণ সম্পাদক)নোয়াজ শরিফ( ক্যাশিয়ার)বিল্লাল রাশিদ(সাংগঠনিক সম্পাদক)আফাই আলী (সার্বিক তত্তাবধায়ক )। প্রতিবছরের মতো এ বছরেও বনভোজন আয়োজনের মধ্য দিয়ে সুইজারল্যান্ড ভ্রমণে কে আনন্দময় করে তোলে সকলকে।