মোঃ কামাল হোসেন খাঁন,মেহরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ”মানুষের জন্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে একবেলা খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথশিশু, রিকশা চালক ও অসহায়দের মাঝে ১০০ প্যাকেট খাবার বিতরণ করেছে।
গত এক বছর আগে গাংনীর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০/১২ জন শিক্ষার্থী নিয়ে ”মানুষের জন্য ফাউন্ডেশন”এর যাত্রা শুরু হয়। শিক্ষা ও সেবার সংস্পর্শে নিজ শহরকে এক স্বপ্নের সাফল্য রূপান্তর করার লক্ষ্যে পথশিশুদের নিয়ে আয়োজন, বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ সহ সকল প্রকার শিক্ষা ও সেবা কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে।
তারই ধারাবাহিকতায় সদস্যদের মাঝে চাঁদা তুলে একবেলা অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরপর সাড়ে ৫টা থেকে রান্না করা খাবার প্যাকেটে প্রস্তুত করা হয়। কেউ পাত্র থেকে খাবার প্যাকেটে তুলছে, আবার কেউ প্যাকেটের মুখ রাবার দিয়ে আটকে দিচ্ছে। কেউ বা প্যাকেটের ওপর আঠা দিয়ে লিফলেট লাগানোর কাজ করছে।
লিফলেটে লেখা আছে এই রিযিক আপনাদের। আমরা পৌঁছে দিচ্ছি মাত্র।’ প্যাকেট শেষে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বিরতণের জন্য। এরপর বিকেল ৪টা থেকে বিতরণ শুরু হয়, চলে সন্ধা ৬টা পর্যন্ত। শহরের বাসস্ট্যান্ডের পথশিশু, রিকশা চালক ও অসহায়দের মাঝে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাবিত ইসলাম জানান,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন স্যার এর অনুপ্রেরণায় আমরা কাজ করছি। এই শহরকে স্বপ্নের শহরে রুপান্তর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। ঝরে পড়া রোধে ক্যারিয়ার কাউন্সেলিং, অলিম্পিয়াড আয়োজন,কুইজ প্রতিযোগীতাসহ সকল প্রকার শিক্ষা ও সেবা কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথমত অসহায়দের মাঝে একবেলা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। পরবর্তিতে প্রতিমাসে খাবার বিতরণের আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আগুন, বারিউল আওয়াল হৃদয়, আবির হাসান,নোমান আহমেদ, শাহরিয়ার কবির, তন্ময় বিশ্বাস, হামজা, মিনময়, ইসরাত জাহান, শিলা, শিমি,মোমিতা, ইরানি সহ অনেকেই।