মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃবাংলাদেশ স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান আজ রবিবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শেষ হয়েছে।
বিদ্যালয় এর মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহছান, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, স্কাউট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, এল টি আ ন ম আজগর হোছাইন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, পূরনাম পাল।
দীক্ষা প্রদান করেন মোঃ জসিম উদ্দিন ও আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, স্কাউটিং সুশৃংখল ও নিয়মানুবর্তি জীবনযাপনে উদ্বুদ্ধ করে। দেশ ও জাতি গঠনে এর ভূমিকা ও অপরিসীম।
তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ ক্যাম্পে বিদ্যালয়ের বয় স্কাউট ও গার্লস ইন গাইড গ্রুপের সদস্যরা অংশ নেয়।
শেষে স্কাউট এর দলপতি ও উপ-দলপ্রতিদের ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর আগে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।