তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃতাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনপ্রিয় জনতার চেয়ারম্যান আজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানায় নবাগত চৌকস কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব ইফতেখার হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল মিয়া,বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী দিল মাহমুদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।তাহিরপুর থানা অফিসার ইনচার্জ জনাব ইফতেখার হোসেন বলেন বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
জনতার চেয়ারম্যান জনাব আজাদ হোসেন বলেন আমি জনগনের সেবক, জনগনকে নিয়েই আমার স্বপ্ন,আমি বালিজুরি ইউনিয়ন কে মাদক মুক্ত,বহিরাগত সন্ত্রাস মুক্ত, ইউনিয়ন ঘোষনা করছি,তিনি আরও বলেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি এই ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব,।ইতিমধ্যে আমরা কিছু উন্নয়ন মুলক কাজ হাতে নিয়েছি।,আমি নির্বাচিত হবার পর আমার ইউনিয়নে একটি মামলা ব্যাতিত অন্য কোন মামলা থানায় রেকর্ডভুক্ত হয়নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করি যতবড় সমস্যাই হউক না কেন সমাধান করতে। আমার বিশ্বাস জনগন যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি তাদের মনের আশা পুরন করতে পারব।