আইরিন সাজিয়া,মনফালকনে প্রতিনিধি,ইতালিঃবিধর্মী দেশে জন্ম নেয়া কোমল সোনামণিদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে আবু বকর মসজিদ মনফালকনে ইতালি এর উদ্যোগে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম এর সহযোগিতায় আল কুরআন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৪ সেপ্টেম্বর ২০২২
মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নূরানী, নাজেরা ও হিফজ্ বিভাগে মোট ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিজয়ী এবং অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকার ও অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান ও মো.জিয়াউর রহমান খান সোহেল।
হাফেজ মাওলানা কাদের, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া ও হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ সাহেবদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের আল-কুরআন শিক্ষাদান করা হয়।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেন্ত্র কুলতোরালে ইসলামিকু বাইতুস সালাত এর সভাপতি রেজাউল হক রাজু সাধারণ সম্পাদক কবির আহমেদ। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনফালকনে বাংলাদেশী কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ।সবাইকে নিয়ে প্রীতিভোজ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।