মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মৎসজীবীলীগের আয়োজনে ভানোর ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি শাকিল হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১০ সেপ্টেম্বর
শনিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নবাসী পায়ে হেটে শাকিল হত্যার আসামীদের ফাঁসি চাই সহ বিভিন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ শেষে চৌরাস্তার প্রাণ কেন্দ্রে ৩ ঘন্টাব্যাপি ৫ শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্যে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, শাকিল হত্যার বিচার চাই আশা করছি আইন শৃংখলা বাহিনী দ্রুত আসামীদের গ্রেফতার করবে। শাকিলের স্ত্রী দুই সন্তানের জননী কাকলী আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছেলেমেয়ে প্রতিদিন বাবাকে খুজছে। আমি এর জবাব দিতে পারি না। আমার বাচ্চাকে যারা এতিম করেছে? আমার স্বামীকে যারা হত্যা করেছে? আমি তাদের ফাঁসি চাই।
শাকিলের বড় ভাই মামলার বাদী আবু সাহেদ বলেন, মামলার ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। আরও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মজিবর রহমান, ভানোর ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দীকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট ইমামের বক্তব্যকে কেন্দ্র করে গত ৪ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ সেপ্টেম্বর ভোরে মারা যায়। এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাহেদ সহ ৫ জন আহত হয়। গত ৪ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গী থানায় আবু সাহেদ ভানোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে একটি মারপিটের মামলা করলে। পরবর্তীতে শাকিল হত্যার পর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। মামলার ব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, আসামদের ধরার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চলছে ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024