মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃগাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্গত কাশিমপুর ৬নং ওয়ার্ডে মির্জা বাড়ি বায়তুল ওয়াদুদ জামে মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ডে চার /পাঁচটি বসত ঘর ও তিনটি দোকান পুঁড়ে ছাই হয়েছে।
দোকান ও বসতঘরের মালিক জনাব মির্জা আশরাফ হোসেন জানান ১১ সেপ্টেম্বর রোজ রবিবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে মাঝখানের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হচ্ছে বলে বসত ঘরের ভাড়াটিয়া ও দোকানীরা জানিয়েছেন।
ঘটনার পরপরই নিকটস্থ সারদাগঞ্জ ডিবিএল ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে তবে অনুতাপের বিষয় হলো বাড়িতে ঢোকার রাস্তা না থাকার কারণে পানিবাহিত গাড়িটি মেইন সড়কে রাখা হয়েছে। আমরা স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী মসজিদ থেকে পানি সংগ্রহ করে আগুন নিভানোর চেষ্টা করেছি। তবে ততক্ষণে আমার বসত ঘর যেখানে ভাড়াটিয়ারা অবস্থান করছিল সহ তিন দোকান পুরে একদম ছাই হয়েছে।
স্থানীয়দের ধারণা পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কম হতো বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয় ডি বিএল মিনি ফায়ার সার্ভিসে ষ্টেশন অফিসার মোঃ মিরাজ বলেন, অগ্নিপাতের ঘটনা শোনা মাত্র পানিসহ গাড়ি ও লোকজন নিয়ে ছুটে যাই। পানি বাহিত গাড়ি ঢোকার রাস্তা না পেয়ে আগুন নিভানো সম্ভব হয় নাই। তিনি আরো বলেন পার্শ্ববর্তী বাড়ি থেকে পানি সংগ্রহ করে আগুন নেবানোর আপ্রান চেষ্টা করেছি এবং আগুন নিয়ন্ত্রণে এনেছি।