মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্ম প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (১১ই সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হলরুমে ডোমার থানা পুলিশের বিট নং-৭ (বোড়াগাড়ী ইউনিয়ন) এর আয়োজনে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী।
এসময় আরও উপস্থিত ছিলেন—৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী সহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জুয়ার খারাপ দিক ও এসবের প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া সচেতনতা বাড়াতে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেম ধারণ করার অনুরোধ করা হয়।