স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃলাল সবুজ ফুটবলের হারানো যৌবন ফিরিয়ে আনতে ও মাদক মুক্ত সমাজ গঠনে এবার উদ্যোগী হয়েছে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্হা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ফুটবল টুর্ণ্ণামেন্ট ২০২২ মহা ধুমধাম ও উৎসব মুখর পরিবেশে দাকোপ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠি হয়েছে।১০ সেপ্টেম্বর শনিবার বিকাল পাঁচটারদিকে দাকোপ উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বসের সভাপতিত্বে ও উপজেলাক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ কেএম ইকবাল হোসেনের সার্বিক তত্ববধায়নেখেলায় অংশ নেয় বাজুয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চালনা পৌরসভা একাদশ।খেলার নিদিষ্ট সময়ের মধ্যে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে উপনিত হলে চালনা পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে বাজুয়া ফুটবল একাদশ কে পরাজিত করে শিরপা অর্জন করে।
আমাদের খুলনা বিভাগীয প্রধান স্বপন কুমার রায় জানান, ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার,এসময় তিনি বলেন, মাদক মুক্ত দাকোপ গড়তে হলে তরুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় অভ্যাস করে তুলতে হবে।তিনি আরো বলেন মানসিক বিকাশ ও শাররিক উৎকর্ষ সাধনে খেলা ধুলার গুরুত্ব অপরাসিম।একজন খেলোয়ার্ড বিদেশের মাঠিতে ভালো নৈপুন্য দেখাইয়ে দেশের নাম উজ্জল করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা সাদিকুর রহমান,খুলনা উকিল বারের সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক এ্যাডঃ তারা,অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,চালনা পৌর ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল,ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়,ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল,ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,ইউপি চেয়ারম্যান ছাব্বির আহম্মদ,জেলাপরিষদের সাবেক সদস্য কেএম কবির হোসেন,গনমাধ্যম কর্মি,চালনা পৌর ,কাউন্সিলর রুোস্তম আলী খান,আব্দুল বারিক শেখ,আইয়ুব আলী কাজী,সহ গন্যমান্য ব্যক্তিবৃন্দ।
সার্বিক অনুষ্ঠান টি পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল।