মোঃ মজিবর রহমান শেখঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ঠাকুরগাঁও উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতি ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, সহকারী ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহিলা ক্রীড়া সংস্থার প্রীতি গাঙ্গুলি, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদ রানা প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলা পর্যায়ের ফুটবলের ফাইনাল খেলায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সুগার মিলস উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে ফুটবল, কাবাডি, সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।