হেলাল হোসেন কবিরঃলালমনিরহাটে সুলতান মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো (মিশুক) উদ্ধার হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখত বক্তব্য সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৬.৩০ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ জানতে পারে যে, কালীগঞ্জ থানাধীন পশ্চিম ইশোরকোল সাকিনস্থ ইশোরকোল হাই স্কুল সংলগ্ন রুদ্রেশ্বর-কাকিনা হয়ে তিস্তা নদী গামী ক্যানেলের পাড়ে পানিতে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি গলাকাটা মৃত দেহ পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক কালীগঞ্জ থানার পুলিশ সেখানে উপস্থিত হন।
নিহত সুলতান মিয়ার পিতা আব্দুল গফুর (৭০) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। কালীগঞ্জ থানা পুলিশ কুলেস হত্যাকান্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমার দিক নির্দেশনা ও সার্বক্ষনিক মনিটরিং সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাবের সহায়তায় মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামী ১। মোঃ সুজন চৌধুরী (৪০), পাতা মৃত বাবুল চৌধুরী , মাতা মৃত সুরাইয়া চৌধুরী গ্রাম-আশরতপুর ঈদগী পাড়া, থানা-তাজহাট আরপিএমসি রংপুরকে গ্রেফতার করতে সক্ষম হন।
অতঃপর উক্ত আসামীর তথ্য মতে অপর আসামী মোঃ মমিনুর ইসলাম (২০), পিতা-নজরুল ইসলাম, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং-কাকিনা তেলীপাড়া (১নং ওয়ার্ড, কাকিনা ইউপি), থানা-কলীগঞ্জ জেলা লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা বেশ তথ্য বেড়িয়ে আসে।
গ্রেফতারকৃত আসামী দ্বয়ের তথ্য মতে র্যাব-১৩ রংপুর ও তদন্তকারী কর্মকর্তার যৌথ অভিযানে হত্যায় ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া বাটারী চালিত অটো (মিশুক) টি উদ্ধার করিয়া জব্দ করা হয়। ধৃত আসামীছয় মামলার ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।