স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃখুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে লাউডোব ইউনিয়নে আসন্ন শারদীয়া দুর্গাপুজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, বাল্য বিবাহ, মাদক ও ইফজিটিং রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টারদিকে দাকোপ থানা পুলিশের আয়োজনে লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে থানা পুলিশের উপ-পরিদর্শক কাইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল মোঃরাশেদ হাসান,বলেন পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গড়তে পারবেনা। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-প্রেশার মানুষকে ঐক্যবদ্ধ
ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রাশেদ হাসান আরো বলেন, তিনি আরো বলেন,বর্তমান অনেক উদ্ভোবনী চিন্তা ও ধারণার প্রয়োগ হচ্ছে।এর মধ্যে কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং অন্যতম।জনগণের কাছে যাওয়ার জন্য ‘বিট পুলিশিং’ একটি চমৎকার মেকানিজম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জর কুমার দত্ত
বিশেষ অতিথি ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,,খুটাখালী বাজার সমবায় সমিতির আহবাহক শ্যামল কুমার রায়,লাউডোব ইউনিয়নের সকল পুজা মন্দিরের সভাপতি বৃন্দ,সাংবাদিক স্বপন কুমার রায়,সাংবাদিক তুষার দাস,সাংবাদিক শামিম হাসান,সাংবাদিক উজ্জল মন্ডল,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,দেবাশীষ রায়,নিতাই জোয়াদ্দার,মহিলা সদস্য জবা রায় সহ অন্যরা।