মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃভোলার বোরহানউদ্দিনে মৎস্য অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা কমপ্লেক্স পুকুরে মাছর পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম ,বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহম্মেদ আখন্দ,সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম শামীম প্রমূখ।
উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে এ প্রকল্পের আওতায় উপজেলার ২৪ টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুরে ৩৩৪ কেজী মাছের পোনা অবমুক্ত করা হয়।