মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে প্রায় অর্ধশত যাত্রী।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে৷
ছোনকা বাজার এলাকার স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে হটাৎ মহাসড়ক থেকে আগুন আগুন শব্দ ভেসে। আমারা বাড়ি থেকে বের হয়ে দেখি একটি চলন্ত বাস আগুনে পুড়ছে। তবে এরআগেই নিরাপদে সব যাত্রীরা বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উনারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন।
বিষয়গুলো নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে এসে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আহসান পরিবহনের বাসটি কুড়িগ্রামে থেকে ঢাকা যাচ্ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করছি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা কেউ হতাহত হয়নি যাত্রীদের মালামাল ও বাসের অধিকাংশ অংশ আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায়।