মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়ায় করিমা চৌধুরী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল আলীম মাহ্মুদ বিপিএম। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছোট বালিয়ায় মাদ্রাসাটির উদ্বোধন শেষে বৃক্ষরোপন কর্মসূচী, মাছের পোনা অবমুক্তকরণের পর আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। করিমা চৌধুরী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি মো: কাদেরুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল আলীম মাহ্মুদ বিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য রাজিউর রেজা খোকন চৌধুরী, করিমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজিউল ফারুখ রোমেল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন সাভিস ট্রেনিং) নাছির উদ্দিন যুবায়ের, জেলা মৎস্য কর্মকর্তা মো: খালেদুজ্জামান, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও জেলার আঞ্চলিক পরিচালক মো: আব্দুর রহিম, ঠাকুরগাঁও আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড: লুৎফর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, বিএডিসির ডিডি ফারুখ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ফারহান রেজা রিপন চৌধুরী, অত্র মাদ্রাসার সুপার মাও: সাইফুল ইসলাম সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল আলীম মাহ্মুদ বিপিএমকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় মাদ্রাসার শিক্ষার্থীরা। ফিতা কেটে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পাশের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি। পরে মাদ্রাসা চত্ত্বরে কয়েকটি বনজ ও ফলজ গাছের চারা রোপনের পর আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। অনুষ্ঠান থেকে ফেরার পথে বালিয়ায় অবস্থিত ঐতিহাসিক বালিয়া মসজিদ (জিনের মসজিদ) পরিদর্শন করেন তিনি।