আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় আসন্ন দুর্গাপুজা সুন্দর ভাবে উদযাপিত হওয়ার লক্ষ্যে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বিকালে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব তাজ উদ্দীন এর সঞ্চালনায় ও পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরহাদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন হাফেজ মোঃ মনির উদ্দিন ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অজিত দেব নাথ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া পেকুয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম, খতিব, শিলখালী কাছেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মনির উল্লাহ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সুশীল পাড়া দুর্ঘামন্দির সভাপতি আনন্দ রায় শর্মা।
এতে বক্তারা বলেন সামাজিক সম্প্রীতির কথা মাথায় রেখে নিজ নিজ ধর্ম পালন করতে এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও তাদের ধর্ম পালন করার পরিবেশ সৃষ্টি করতে আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল মোঃ তফিকুল আলম বলেন, ইসলাম একটা শান্তির ও সর্বাপেক্ষা আধুনিক ধর্ম। অন্য ধর্মাবলম্বীদের উপর হামলা, কুটুক্তি কিংবা নিন্দা এবং তাদের ধর্মীয় কাজে বিঘ্ন সৃষ্টি করা কখনো ইসলামের শিক্ষা হতে পারে না। বক্তব্যে তিনি সকল ধর্মের, বর্ণের ও শ্রেণী পেশার মানুষকে কাধে কাধ মিলিয়ে এক যোগে সৌহার্দপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষা করার জন্য উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলী বলেন আইন প্রয়োগের মাধ্যমে কখনো পুরাপুরি সামাজিক সম্প্রীতি রক্ষা করা যাবে না। আপনারা যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে যদি সম্মিলিতভাবে আন্তরিকতা দিয়ে চেষ্টা করেন তবেই সামাজিক সম্প্রীতি মজবুত করা সম্ভব। তিনি বক্তব্যে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন আসন্ন দুর্ঘা পুজায় যারা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে, তাদের শক্ত হাতে দমন করা হইবে।