এস এম মাসুদ রানা,বিরামপুর দিনাজপুর,প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতির সমাবেশের বর্ণাঢ্য র্যালী শেষে বিরামপুর উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা ও সামাজিক সম্প্রীতির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি বিরামপুর পৌর সভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সিনিয়র পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, বিরামপুর পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির কুমার,
কৃষি অফিসার নিক্সন চন্দ্র পাল, বিরামপুর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শান্ত কুমার, নবাবগঞ্জ উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার, ঘোড়াঘাট উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কার্ত্তিক চন্দ্র, হাকিমপুর উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিপঙ্ক্র চন্দ্র শাহ প্রমুখ।
এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ইউএসও) শ্যামল কুমার রায়, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর বেগম, যুব কর্মকর্তা জামিল মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রকল্প অফিসার কাওসার হোসেন, অধ্যক্ষ আ ছ ম হুমায়ুন কবির উপাধ্যক্ষ মেসবাউল হক, উপাধ্যক্ষ আদিত্য কুমার অপু, উপজেলা আ”লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিরামপুর উপজেলায় ৪০টি, নবাব উপজেলায় ৬৮টি, ঘোড়াঘাট উপজেলায় ৩৭টি, হাকিমপুর উপজেলায় ২০টি পুজা মন্ডপে সুন্দর ও সুষ্ঠভাবে পুজা উদযাপন উপলক্ষে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ট্রাষ্টের পক্ষ থেকে চার উপজেলার প্রত্যেক পুজা মন্ডপে নগদ দুই হাজার টাকা এবং বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ব্যক্তিগত তহবিল থেকে চার উপজেলার পুজা মন্ডপে নগদ পাঁচ হাজার টাকা ও সরকারি জিআর চাল প্রত্যেক পুজা মন্ডপে ৫’শত কেজি করে বিতরণ করেন।