মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিজনিত কারণে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
(০৪ অক্টোবর ) মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা -০৩ আসনের সাংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন ইউএনও পল্লব কুমার হাজরা একজন দক্ষ অফিসার তিনি লালমোহের সকল মানুষের সুখ দুঃখের সাথি হিসাবে সুন্দর ভাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন লালমোহনের সকল অপরাধ মাদক জুয়া বাল্য বিবাহ কঠোর হস্তে দমন করেছেন এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছেন।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আবদুস সাত্তার,উপজে ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন , সহ সভাপতি মাহাবুব আলম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ সাংবাদিক বৃন্দ।
বিদায়ী নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বলেন,দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি, যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সকলে আমার জন্য দোয়া করবেন।
পরিশেষে সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরাকে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।