মেহেরপুর প্রতিনিধিঃ স্বপ্ন চিন্তার মানুষগুলো জীবনের সময়গুলোকে চরমভাবে সভ্যতায় মোড়ানো কাজে লাগিয়ে প্রতিষ্ঠা করে দ্বিগবিজয়। মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা (অনা) ক্যাপ্টেন মোঃ আব্দুল মালেক (অব) ৭১ এর যুদ্ধ দিনে একজন সম্মুখ যোদ্ধা তিনি প্রাণের দামে, সে প্রত্যয়ে স্বাধীনতার মানচিত্র বুকে একে লড়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতার সাক্ষী হয়ে গেছেন ব্যক্তিত্বময় মানুষটি,যুদ্ধকালীন সময়ে ৮ নম্বর সেক্টরে কমান্ডার আবু ওসমান চৌধুরী ও আবুল মনজুরের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা (অনা)ক্যাপ্টেন মোঃ আব্দুল মালেক (অব)৭১ এ ট্রেনিং নিয়েছিলেন ভারতবর্ষের বিহার প্রদেশের চাকুলিয়ার ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচে অংশগ্রহণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা, একাধিকবার সীমান্ত পাড়ি দিয়ে এই দেশে এসে যুদ্ধ করেছিলেন এমনকি তিনি কমপক্ষে তিনবার মৃত্যুর কাছ থেকে রক্ষা পেয়েছিলেন স্রষ্টার ইচ্ছায়। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন ১৯৭৩ সালে বীর মুক্তিযোদ্ধা (অনা) ক্যাপ্টেন মোঃ আব্দুল মালেক (অব)২০০৫ সালে জাতিসংঘ মিশনের পশ্চিম আফ্রিকার সিরালিয়ন এ শান্তি সেনা হিসাবে কাজ করেছেন। এই লড়াকু ও বিনয়ী মানুষটা ২০০৬ সালে (অনা) ক্যাপ্টেন পদোন্নতি পেয়ে অবসর গ্রহণ করেছিলেন চাকুরী জীবন থেকে। তিনি বর্তমানে মেহেরপুর মুক্তিযোদ্ধা জেলা সমন্বয়ক হিসাবে কাজ করে চলেছেন, তার ভালো লাগে সামাজিক কাজ ও মানবসেবা,প্রিয় মানুষটির তিনটি সন্তান যারা উচ্চশিক্ষিত সবাই তারা সমাজ ও রাষ্ট্রে সম্মানের সাথে চাকরি করে চলেছেন।
বীর মুক্তিযোদ্ধা (অনা)ক্যাপ্টেন আব্দুল মালেক (অব) এর ফোন নাম্বার ০১৭১১-৯৬৮৫৯৮