মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুর মহানগর কাশিমপুর থানা এলাকার হাতিমারা থেকে অপহরণকালে ৮ বছরের এক মেয়ে শিশুকে উদ্ধার করেছেন কাশিমপুর থানা পুলিশ। গত বুধবার গাজীপুর মহানগর কাশিমপুর হাতিমারা বন্ধন গার্মেন্টসের সামনে থেকে জনতার সহায়তায় এক শিশুনঅপহরণকারী যুবক বাবু বেপারীকে(৩২) গ্রেপ্তার করে পুলিশ কাশিমপুর থানা পুলিশ।
এইঘটনা নিশ্চিত করেছেন, কাশিমপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) সৈয়দ রাফিউল করিম।গ্রেফতারকৃত বাবু বেপারী গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ড, হাতিমারা পশ্চিমপাড়া বর্ষা ডেঙ্গা গ্রামের মিরু বেপারীর ছেলে বাবু বেপারী (৩২)।
সে অপহৃত শিশুটির গ্রামবাসী।পুলিশ জানায়,চলতি বছরের ১২ অক্টোবর দুপুরে মাদ্রাসা ছুটির পর থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয় ৮ বছরের এক মেয়ে শিশু। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে বাবু বেপারী কাশিমপুর-জিরানী সড়কের গিয়াস উদ্দিন মোল্লার ইট ভাটার সামনে থেকে শিশুকে অপহরণ করে, মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার পথে ৮ বছর বয়সী শিশু তাকে হাতে কামড় দিয়ে এবং চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। তৎক্ষণাৎ অপহরণকারী পালিয়ে যায়।
এক পর্যায়ে ওই শিশু অপহরণের বিষয়টি জানতে পেরে বাবা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ৩ ঘন্টা পর কিশোরীর বাবা বাদী হয়ে বাবু বেপারীকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৭ ধারায় কাশিমপুর থানার মামলা (মামলা নং-১৬) দায়ের করেন।কাশিমপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম আরও বলেন,অপহরণ মামলার অভিযোগ হাতে পেয়ে কাশিমপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাবু বেপারীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবারে আদালতে পাঠানো হয়েছে।