মোঃ মজিবর রহমান শেখঃ “কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি” এই শ্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ কংগ্রেস দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস দলের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক দেলাব্বার হোসেন প্রমুখ।