এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে ছিনতাই হওয়া মালামাল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী বগুড়ার সোনাতলা থানার এসআই আব্দুল খালেক বাদী হয়ে শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অজ্ঞাত পরিচয় ১০/১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বগুড়ার সোনাতলা পুলিশের একটি দল এসআই আব্দুল খালেকের নেতৃত্বে এক মামলার ভিকটিমকে উদ্ধারের পর মাইক্রোবাসে করে ঢাকা থেকে ফিরছিলেন।
পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি থেকে কড্ডার মোড় এলাকায় একদল ছিনতাইকারী মাইক্রোবাসে ঢিল ছুঁড়ে মারে। এতে মাইক্রোবাসের গ্লাস ভেঙে গেলে চালক মহাসড়কের পাশে সেটি থামায়।
এ সময় ছিনতাইকারীরা সাদা পোশাকে থাকা পুলিশের একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ ও বগুড়া পুলিশের একাধিক টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালালেও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি বলে জানান ওসি।
তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।