মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলার মাসিক আইন শৃংখলা সভা সম্পন্ন হয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সদর উপজেলা সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। অনুষ্ঠিত সভায় পাহাড়-কাটা, বালু-উত্তোলন,অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মাসিক আইন শৃংখলা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন অপরাধ পর্যালোচনা করে সকলের সম্মতিক্রমে পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন রোধে চলমান অভিযান জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ করাতকল বন্ধে অভিযান, মাদক, ইভটিজিং, সামাজিক অপরাধ বন্ধে সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ঈদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হালিম, সদর মডেল থানার অপারেশন অফিসার মোঃ শাকিল, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ,খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।