কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পালের ঘাটে ম্যাজিস্ট্রেট কতৃক জব্দ করে রাখা বালু বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাক্টরও আটক করা হয়।
জানা গেছে, শনিবার সহকারী কমিশনার(ভূমি) উলিপুর কাজী মাহমুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩ টার দিকে হাতীয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় যান। সেখানে অবৈধ ভাবে তোলা বালু (যা আগে জব্দ করে রাখা) পরিবহনের জন্য একটি ট্রাক্টর অপেক্ষা করছিল। জিঙ্গাসা বাদে চালক ও হেলপার তারা উভয়ে বালু ক্রয়ের জন্য এসেছে বলে জানান। পরে ট্রাক্টরটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করে উলিপুর ভূমি অফিসে নিয়ে এসে এবং মুচলেকা নিয়ে দুজনকে ছেড়ে দেন।
এর আগে ঘাট এলাকায় থাকা অবৈধ বালু সিন্ডিকেট এর
টিনসেড অফিস ঘর ভেঙে গুড়িয়ে দেন।
সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবিষ্যৎ-এ অপরাধীদের বিরুদ্ধে পরিবেশ আইন এ রেগুলার মামলা দায়ের করা হবে।