মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারিয়ার দীঘী বালু মহালে অভিযান।এ সময় বালু ভর্তি ডাম্পার গাড়িসহ বিপুল পরিমান অবৈধ বালু জব্দ করা হয়েছে।
জানাযায়, কামাল উদ্দিনের নেতৃত্বে ১০-টারও অধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করে আসছে বালু খেকোরা। রামু উপজেলায় খুনিয়াপালংসহ বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলনের প্রতিযোগিতা চলছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে
১১ টার দিকে দারিয়ার দীঘি খেদার ঘোনা এলাকায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন কালে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা প্রশাসন। ঐ সময় বালু ভর্তি ডাম্পার সহ তিন টি বালু মহাল
জব্দ করা হয়।
রামু উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার( ভূমি) নিরুপম মজুমদার এই অভিযান পরিচালনা করেন।
এসময় রামু থানা পুলিশের একটি টিম এস আই আমির হোসেনসহ উপজেলা প্রশাসনের আনসার সদস্যরা ও অভিযানে উপস্থিত ছিলেন।
একই সময়ে রামু উপজেলার চাকমারকুল বাখকালী নদী থেকেও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় অবৈধ দুই টি ড্রেজার মেশিন জব্দ করা হয় ।
এব্যাপারে রামু সহকারী কমিশনার (ভূমি)নিরুপম মজুমদার জানান, কোন ভাবে ড্রেজার মেশিনের অনুমতি দেওয়া হয়না। দারিয়ার দিঘি বালুর মহালে অভিযান পরিচালনা করা হয়েছে, যদি কোন ইজারা থাকে সেটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।