মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঐতিহ্যবাহী বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ অক্টোবর শনিবার দুপুরে ঈদগাঁও বাজারের দারুল ফাতাহ একাডেমি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথির হেদায়তি বক্তব্য দেন ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ, চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আবু তাহের চৌধুরী।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব নির্বাচন কমিশন শহিদুল আলম বাহাদুরের সঞ্চালনায় অভিষেকে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ঈদগাঁও বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ও নির্বাচন কমিশনার মৌলানা সলিম উল্লাহ জিহাদী, সমাজসেবক মাওলানা ফাজেল ইবনে শরীফ, শিক্ষক মাওলানা নুরুল আজিম, শিক্ষক কারী সিরাজুল ইসলাম, শিক্ষক মনির আহমদ, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসাইন।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হক ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী।
মান্যগন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক ডাক্তার আলহাজ আমির সোলতান, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আলি আহমদ, বিশিষ্ট ব্যাংকার সৈয়দুল হক সহ অনেকে।
এর আগে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।
শপথ গ্রহণকারী কমিটির নবনির্বাচিতরা হলেন সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফাজেল ইবনে শরীফ, সহ-সভাপতি ডাক্তার আমির সোলতান, সাধারণ সম্পাদক নুরুল হুদা, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম এমইউপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলম এমইউপি, অর্থ সম্পাদক শফিকুল আলম, সহ অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, প্রচার সম্পাদক ছৈয়দ হোসেন, দপ্তর সম্পাদক মাস্টার মিজানুর রহমান, নির্বাহী সদস্য ১ এডভোকেট আমিনুল হক, নির্বাহী সদস্য ২ মুফিজুর রহমান মুফিজ, নির্বাহী সদস্য ৩ হাফেজ শামসুল আলম।
সংশ্লিষ্টরা জানান, এ সংগঠনটি একটি আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা। যা এলাকার ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সংগঠনটির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের পহেলা জানুয়ারি। দু’বছর মেয়াদের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।