মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘন্টা পরই পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হবে। হাটে- মাঠে-ঘাটে চলছে এ নির্বাচনকে নিয়ে না গুঞ্জন। উক্ত নির্বাচনে ভোটারসহ সাধারণ মানুষের ধারনা সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ( সদর-দুমকি-মির্জাগঞ্জ) মহিলা সদস্য আসনে প্রতিদ্বন্দী প্রার্থী নুরুন্নাহার শেলী ( হরিণ ), মোসাঃ নাসিমা আক্তার( ফুটবল ) ও রহিমা আক্তার নিপা (টেবিল ঘড়ি ) এ তিন প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে ত্রি-মুখী লড়াই হবে। আবার কেউ কেউ ধারনা করছেন নুরুন্নাহার শেলী ও মোসাঃ নাসিমা আক্তার এর মধ্যে হতে পারে তুমুল প্রতিদ্বন্দ্বীতা।
এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন বলেন, অত্র নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে সকল পদক্ষেপ নেয়া হয়েছে।
অত্র উপজেলায় ৫ টি ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান, ৬০ জন মেম্বার, উপজেলা চেয়ারম্যান ও ২ জন ভাইস-চেয়ারম্যান সহ মোট ভোটার সংখ্যা ৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২ জন এবং মহিলা ভোটার ১৬ জন। মহিলা ও পুরুষ ভোটারদের ভোটদানের জন্য পৃথক পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। ইভিএম মেশিনে নেয়া এ ভোট কেন্দ্রে সিসি ক্যামারা স্থাপনসহ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপুর্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
উক্ত নির্বাচনে রিটানিং অফিসার হলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, ২ জন সহকারী রিটানিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। ভোট গ্রহনের প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া।