নয়ন ঘোষঃ যশোরে মাদক চোরাচালান মামলায় এক বক্তির তিন বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামের রজব আলী গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করছেনে এ পিপি ভীম সেন দাশ।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ এপিল রাত তিনটার পর শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে কুলবাড়ি গ্রামের রাস্তা দিয়ে এক যুবক মাদক চোরাচালানের উদ্দেশ্যে যাচ্ছেন। পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালাতে যাওয়ার পথে বাগুড়ি গ্রামে পৌঁছে নুর হোসেনকে দেখা যায়। তখন পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে একটি ব্যাগসহ নুর হোসেনকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগআঁচাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহিন ফরহাদ বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে শার্শা থানার এসআই রেজাউল হক মুন্সি চার্জশিট জমা দেন। রোববার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন বিচারক।