বিলালুর রহমান,জৈন্তাপুর সিলেটঃ জৈন্তাপুর উপজেলার বিভন্ন ইউনিয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সমাজের অসহায় হতদারিদ্র প্রান্তিক জনগোষ্টীর মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে। গত ১৭অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলা সদরে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এসব ভেড়া বিতরণ করা হয়।
হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরবস্ত,চারিকাটা, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নে নির্বাচিত ১শত পরিবারের সুফলেভাগী (নারী-পুরুষ) মধ্যে এসব ভেড়া ছাগল বিতরণ করা হয়। ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা: আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকতা শেখ মোহাম্মদ মাসুদ রানা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।
অনুষ্ঠানে ৪টি ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টা করে ২শত ভেড়া ছাগল বিতরণ করা হয়।