রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৮ টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ওয়াদুদ,ন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম সাগর, উপ দপ্তর সম্পাদক শাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম, সহ সভাপতি ফারুক হাসান কাহার, সাধারণ সম্পাদক নিয়ন মাহমুদ সহ আরো অনেকে।