স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনা জেলাপরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশীদ পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং দাকোপ উপজেলা ১নং ওয়াডে সরোজিত কুমার রায় সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান , খুলনা -১ আসনের সাবেক সাংসদ শ্রী ননীগোপাল মন্ডল, অসিত বরণ সাহা, সঞ্জয় কুমার মোড়ল, দেবপ্রসাদ গাইন, ডঃঅচিন্ত্য কুমার মন্ডল, অধক্ষ্য দিবাকর মন্ডল, শচীন্দ্র নাথ মন্ডল, অতিন মন্ডল, সুকৃতি রায়,মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, অচিন্ত্য সাহা, অধ্যাপক রঞ্জন রায়, উমাশংর রায়, প্রসেনজিৎ রায়, অঙ্গদ রায়,বিশ্বজিৎ রায়, মুরারী থন্দার,নিহার রায়, সমরেশ মন্ডল, মুরারী হালদার,এ্যাড দেবপ্রসাদ বৈদ্য,প্রফুল্ল কুমার গাইন,সমীর কুমার রায়, দেবদাস গাইন,সমর বিশ্বাস, সুরাঞ্জন রায়, অনুপ বাকচী,প্রমুখ।