মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই অক্টোবর রোজ সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ।। এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শত শত শিক্ষক ও শিক্ষিকা এই মানববন্ধন অংশ নিয়ে এই হামলার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন , বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা মোঃ মাহবুবুর রহমান , আঃ রহমান (নান্নু) মোঃ মোস্তাফিজুর রহমান , মোঃ আনোয়ার হোসেন প্রমূখ শিক্ষকবৃন্দ ।
উল্লেখ্য গত ১১ই অক্টোবর রোজ মঙ্গলবার দেউলা ফকির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শ শিক্ষিকা মোসাঃ ইয়ানুর বেগমের (৪৫) এর উপর গভীর রাতে দূর্বত্তরা হামলার করেন