মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁওতে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেল সাড়ে তিনটায় মধ্যম ভোমরিয়া ঘোনায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসাইন (৫৫) স্থানীয় মৃত আব্দুর রশিদের পুত্র। বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে পানি দিতে গেলে তিনি এ দুর্ঘটনার শিকার হন। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ৯ নং ওয়ার্ড এমইউপি আব্দুল হাকিম। তিনি জানান, মুমূর্ষ অবস্থায় তাকে ঈদগাঁও বাজারের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।মৃতের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে রামুতে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। আজ দুপুর আড়াইটায় কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। গরু তিনটির মালিক স্থানীয় কৃষক নুর আহমদ। গাভী প্রজাতির এ গরুগুলোর মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা হতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় মেম্বার মির কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়ির পার্শ্ববর্তী স্থানে আকস্মিক বজ্রপাতে গরু তিনটি মারা যায়। স্থানীয় সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, একসাথে তিনটি গরু মারা যাওয়ায় কৃষক পরিবারটির পথে বসার উপক্রম হয়েছে।