মোঃ কামাল হোসেন খান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
২০অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
আওয়ামী সন্ত্রাস ও পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান , শহিদুল ইসলাম শাওন সহ যে সকল সহযোদ্ধা ভাইদের রক্ত রাজপথকে রক্তাক্ত করেছে তারই প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশেষ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অনিন্দ্য ইসলাম অমিত,
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় বিএনপি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জাভেদ মাসুদ মিল্টন,
সিনিয়র সহ-সভাপতি মেহেরপুর জেলা বিএনপি।
পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সহ- সভাপতি আঃ রহমান, মোঃইলিয়াছ হোসেন, বি এন পি নেতা আবুল বাশার মেহেরপুর সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড.মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মহিলা দল নেত্রী রুমানা আহমেদ, এ সময় ইউনিয়ন, উপজেলা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।