মিজানুর রহমান লাভলুু,কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটে কানাইঘাট ৫নং বড়চতুল ইউ/পির কুড়ারপার গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গত
বুধবার গভীর রাতে এক প্রবাসীর বসত ঘরে ঢুকে নগদ টাকা, রিয়াল, স্বর্ণালংকার সহ দামী জিনিস-পত্র
ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, কুড়ারপাড় গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র মাওলানা আব্দুল্লার সাথে
পার্শ্ববর্তী বাড়ির মৃত জমির উদ্দিনের পুত্র কবির আহমদ গংদের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ চলে
আসছিল। গত ১৮ অক্টোবর আব্দুল্লার ভাই রেজওয়ানুল করিম কাতার থেকে বাড়িতে আসেন। ঐদিন রাত ২টার
দিকে কবির আহমদ ও তার সহযোগীরা প্রবাসী রেজওয়ান করিমের বসত ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ
করে তাকে মারধর করে বিদেশী সুটকেসে রক্ষিত ২ তোলা স্বর্ণ, বিবাহের ৫০ হাজার টাকা মূল্যের কাপড়-
চোপড়, ৮ হাজার রিয়াল, বিদেশী কমল-জায়নামাজ, কাপড়, ৪টি দামী মোবাইল সেট সহ কয়েক লক্ষ টাকার
মালামাল নিয়ে যায় তারা।
এ ঘটনায় প্রবাসীর ভাই মাও. আব্দুল্লাহ বাদী হয়ে কানাইঘাট থানায় কবির আহমদ সহ ৭জনকে
আসামী করে গত বৃহস্পতিবার অভিযোগ দায়ের করলে থানার এস.আই মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন
করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
October 16, 2024