মেহেরপুর প্রতিনিধিঃ মধ্য-বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় “সিত্রাং” এর প্রভাবে রবিবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে মেহেরপুরে। যার ফলে জন-জীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঝড়ো বাতাস তেমন না থাকলেও ছোট ছোট কিছু পণ্য পরিবহনসহ আন্ত:জেলা বাস চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম। অবিরত বৃষ্টিতে আগাম সবজি ও আমন ধান চাষিদের কপালেও চিন্তার ভাজ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও নিন্ম আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত ৪.১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টি চলতে পারে আগামীকাল পর্যন্ত। এরপর ধিরে ধিরে মেঘ কেটে গেলে আর একটি শৈত প্রবাহের কবলে পড়তে পারে পুরো দেশ।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার জানান, ভারী বর্ষণ না হলে উঠতি ফসলের কোন ক্ষতি হবে না।