বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় সিত্রাংর আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার ও বেশি।
মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউপি সদস্য শাহজাহান খলিফা, এ সময় তিনি দাবি করেন, আমাদের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয় নির্দেশনা মোতাবেক, আমি আমার কালমা ৪নং ওয়ার্ডের সর্বোত্তম যোগাযোগ রাখার চেষ্টা করেছি।
সেই সাথে আমার ওয়ার্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬টি ঘর একদম বিধ্বস্ত হয়ে গেছে, এবং প্রায়১৫/২০টি মাছের ঘের তলিয়ে গেছে, সেইসাথে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১৫ টি পরিবার ঘর।
সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুরোপুরি ক্ষতিগ্রস্ত তালিকা রয়েছে, মোল্লাবাড়ির মাসুদের ছেলে মহাসিন এর ঘর, মিজি বাড়ির জাহাঙ্গীরের আধা পাকা ঘর, বেপারী বাড়ির, আঃ হকের ছেলে,লোকমানের ঘর, মিস্ত্রিরী বাড়ির নুরুল ইসলাম এবং মোতাহার মিস্ররিঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাছের ঘিরের ভিতরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্নান মাস্টারের ছেলে হাসনাইন যার চারটি মাছের ঘের রয়েছে, প্রায় ৭লক্ষ টাকার উপরে মাছ ছিল, যেগুলো তার বাবার নামে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই মাছ চাষ শুরু করেন। মোহাম্মদ সেলিমের ২টি পুকুরে ব্রাক এবং পরিবার উন্নয়ন সংস্থা থেকে লোন নিয়ে। এইমাত্র শুরু করেন সেলিম সেই ক্ষতিগ্রস্ত পরিমাণ প্রায় ২লক্ষ টাকা। শাহজাহান মুন্সি ছেলে আরিফ মুন্সী দুটি মাছের খামার ছিল। ইউপি সদস্য শাজাহান খলিফা জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত সরকারি সহযোগিতা পাব এজন্য মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।