স্বপন কুমার রায়,খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনার দাকোপে ঘূর্নিঝড় সিত্রাং পরবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণে আজ ২৫ অক্টোবর মঙ্গলবার মুজিব বর্ষের ঘর, কৃষি জমি, সাধারণ মানুষের বাড়ি-ঘর খেয়াঘাট পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি মুজিব বর্ষের আশ্রায়ন প্রকল্পের ঘরে থাকা সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘুর্ণিঝড় সিত্রাং এ কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা খোজ খবর নেন। সিত্রাং এর আঘাতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের খুলনাজেলা প্রতিনিধি স্বপন কুমার রায় জানান জোয়ারের পানি বৃদ্ধিতে পানিউন্নয়নেরর বোর্ডের বেঁড়িবাঁধের ৭টি স্থানে ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি পাতের সাথে সাথে দমকা হাওয়ায় প্রায় ৩ শতাধিক ঘরবাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ মঙ্গলবার সকালে নিজ গৃহে ঘরে গিয়েছে বলে উপজেলা বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানাগেছে। সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ ও সকলের সহযোগিতা থাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ছিলো। রোববার মধ্যেরাত থেকেই সোমবার রাত ৯ টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টির সাথে সাথে দমকা ঝড়ো হাওয়া বাড়তে থাকে এদিকে জানমালের ক্ষয়ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়। উপকূলীয় বাসীদের রক্ষার্থে পুলিশ সদস্য বৃন্দ,ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী,স্বাস্থ্য বিভাগের ্এ্যাম্বুলেন্সসহ স্বেচ্ছাসেবক এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ১ হাজার ৯শত জন সিপিপি সদস্যকে। প্রস্তুত রাখা হয় ১১৯টি আশ্রয়কেন্দ্র। সন্ধ্যার আগেই ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকার প্রস্তুত রাখা স্কুল কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়ে ছিলেন হাজার হাজার মানুষ। ঝড়ে প্রায় ২শতাধিক গাছপালা পড়ে গেছে।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আব্দুল কাদের লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,বাজুয়া ইউনিয়ন পনিষদ চেয়ারম্যান মানস মুকুল রায়, কৈলাশগঞ্জ ইউনিয়ন পনিষদ চেয়ারম্যান মিহির কুমার মন্ডল,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,ইউপি সদস্য নিতাই জদ্দার।
ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সার্বিক সহযোগিতা করার জন্য নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস সিপিপি, গ্রাম পুলিশ, ওর্য়াড সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ অন্যান্য সকলকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জানান।