এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্নোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি এবং সভাপতি সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্যের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং প্রীতি ফুটবল খেলা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,পিপিএম ম সভাপতিত্ব করেন এম.আব্দুস্ সালাম,আহবায়ক,জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি।এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও বক্তব্য রাখেন আবু লাইছ মোঃ ইলিয়াস জিকু, অতিঃ পুলিশ সুপার (বি-সার্কেল) এবং জনাব মোঃ ইবনে মিজান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি, কমিউনিটি পুলিশিং অফিসার এবং কমিউনিটি পুলিশিং সদস্য দ্বয়ের মধ্যে সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট বিতরণ করেন।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম বক্তব্য বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে অপরাধ কমিয়ে আনার লক্ষে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সহযোগিতার কথা বলেন। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা যাতে বিভিন্ন তথ্য প্রদান করে পুলিশকে সাহায্য করে তিনি সেই আহবান জানান।
পরবর্তীতে বিকাল ০৩.৩০ ঘটিকার সময় জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, গাইবান্ধা বনাম জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মধ্যে একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় জেলা পুলিশ গাইবান্ধা ২-১ গোলে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটিকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অত্র জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম এবং জনাব এম. আব্দুস সালাম, আহবায়ক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, গাইবান্ধা।