মোঃআফজাল হোসেন শান্ত,ঢাকাঃ রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর শনিবার এ দুর্ঘটনা ঘটে। তার নাম আব্দুল হাফিজ কারিমী (১৫),পিতাঃ মোঃনুরুল ইসলাম।তিনি অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্দ্যান হাউজিংয়ে অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। তিনি একটি মেসে থেকে পড়াশোনা করত।
শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা উদ্দ্যান হাউজিংয়ের ৪ নম্বর রোডে,ব্লক-বি, ১৭ নং বাসার নির্মাণধীন ভবন থেকে ইট পড়ে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল হাফিজের বড় ভাই জিয়াদুল ইসলাম জানান, হাফিজ তিনটার দিকে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার শেষে বিকাল পাঁচটার দিকে মেসে ফেরার সময় ঢাকা উদ্দ্যান হাউজিংয়ের ৪ নম্বর রোডের ১৭ নং বাসার একটি নির্মাণাধীন ভবনের সামনে পৌঁছলে ওপর থেকে তার মাথায় একটি ইট পড়ে। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদপুরে বিভিন্ন হাউজিং এ যে যেভাবে পারছে নিজেদের মত করে একেকজন তাদের মনমতো ভবন নির্মাণ করে যাচ্ছে। ভবন নির্মাণে প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে ভবন নির্মাণ করতে হবে কিন্তু সেই নিরাপত্তার বালাই নেই ঢাকা উদ্যান হাউজিং এলাকায়। এবিষয় কথা হয় ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি র ম্যানেজার মোঃ আব্দুল হাই এর সাথে তিনি বলেন, যেহেতু বেড়িবাঁধের দক্ষিণ পাশে এখন (ডিআইডি) রাজুক কর্তৃপক্ষের কোনো অনুমতি নিতে হয় না তাই বিল্ডিং মালিকরা যে যার মত করে একেকজন ভবন নির্মাণ করে যাচ্ছে। আমরা আমাদের নির্দেশ দিলেও মানছেন না। নবনির্মাণ ভবন মালিকদের বলা আছে জনগণের যাতায়াতের জন্য যেনো অসুবিধা না হয়। কিন্তু তার পরেও একেকটি দুর্ঘটনা ঘটেই চলছে।
আব্দুল হাফিজ কারিমীর উপর নির্মাণাধীন
বহুতল ভবন থেকে ইট পড়ে তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চেয়ে মোহাম্মদপুর থানা সহ কয়েকটি সংস্থাকে স্মারকলিপি দিয়েছেন অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছেলেটি হেঁটে যাচ্ছিলো ওই সময় ভবনটির টিন ভেঙে ইট মাথায় পড়লে আহত হয়,পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করার চেষ্টা করছি।