মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মাওলানা মোঃ আমানউল্লাহ (৫০) । যিনি একাধারে একজন শিক্ষক ও মসজিদের ইমাম । জীবনের এই পরন্ত বেলায় মানুষের দ্বারস্থ হয়েছেন নিজ পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারছেন না তাই ! যার দীর্ঘ ২৩ বছরের শিক্ষকতা জীবনে তার আজ অনেক ছাত্র দেশে ও দশের মুখ উজ্জ্বল করে সরকারি বেসরকারি অনেক প্রতিস্টাণে মর্যাদার আসনে বসে চাকরি করেছেন । শিক্ষকতা করেছন ১৯৯৯ ইং সন থেকে অর্দ্যাবধি । ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কাচিয়া চৌমুহনী দাখিল মাদ্রাসায়। আর পাঁচ ওয়াক্ত নামাজের খেদমতে ছিলেন বাড়ির কাছে জামে মসজিদ পাটওয়ারী বাড়ির জামে মসজিদে ।
এই দ্বীনদার আলেম জীবনের বেশিরভাগ সময়ে নিজেকে উৎসর্গ করেছেন ইসলাম ও দ্বীন প্রচারের কাজে ৷ মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে । আমরা আজ জাতি হিসেবে লজ্জিত । দেশ ও উন্নয়ন হয়েছে বটেঃ অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সরকারের প্রজাতন্ত্রের সম্পুর্ণ অনেক কর্মকর্তার সরকারি খরচে দেশ ও বিদেশে উন্নত চিকিৎসা সেবা ভাগ্যে জুটলেও উন্নত চিকিৎসা সেবা ভাগ্যে জুটছেনা এইসব বেসরকারি মাধ্যমিক স্তরের মাওলানা আমানউল্লাহর মতো অনেক শিক্ষকদের ।
মাধ্যমিক স্তরে একজন বেসরকারি শিক্ষকের মাসিক বেতন অবকাঠামো হিসেবে সুযোগ সুবিধা কতটুকু ?, একজন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকের মাসিক বা বাৎসরিক চিকিৎসা ভাতা কত টাকা ?
মাওলানা মোঃ আমানউল্লাহ আজ ২ মাস ব্রেন স্টোক করে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিছানায় ছটফট করেছেন , ব্যক্তিগত জীবনে পাঁচ সদস্যের পরিবার । তিন মেয়ে , বড় মেয়ে বিয়ে-শাদি দিয়েছেন । এখনো তার ২ মেয়ে আছে ।
মাওলানা আমানউল্লাহর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে । বিগত ২ মাস আগে ব্রেন স্টোক করে বিছানায় শুয়ে আছেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা তাই দেশের বিত্তশালীদের সহযোগিতা কামনা করছেন ।
যোগাযোগের ঠিকানাঃ
মাওলানা মোঃ আমানউল্লাহ
মোবাইল নংঃ 01771478504