নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বঙ্গবন্ধুর অন্যতম সহচর জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করা হয়।এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জেল হত্যা দিবসে চার নেতা সহ সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব প্রাপ্ত রেজওয়ান-উল- ইসলাম, অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি, মোঃ ইব্রাহিম, আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার জনাব মাসুদুর রহমান মাসুম,
আরো বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব সোহেল রানা, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার কারী বজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আখতার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি (অপারেশন) জনাব মাহফুজুর রহমান, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য জনাব মোস্তাফিজুর রহমান মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ,
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি, বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ গন।