সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রাতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) রাজিবপুর উপজেলা অফিসে ৩১ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজারদের ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) এর সভাপতি মো. আবু হানিফ মাষ্টারের সভাপতিত্বে বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন- রাজিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাইদুল ইসলাম, সিনিয়র প্রোগ্ৰাম ম্যানেজার সুশান্ত পাল, অর্থ ও প্রশাসন ম্যানেজার জুয়েল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন মাস্টার, প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ আব্দুস সামাদ, হারুন অর রশিদ প্রমুখ।
বাংলাদশ সরকারর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় রাজিবপুর উপজলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে স্থানীয় এনজিও সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কম্পানট ২.৫, পিইডিপি-৪) এর আওতায় ৪২ মাস মেয়াদী এই শিখন কেদ্রগুলোতে ৮ থেকে ১৪ বছরের যেসব শিশু কখনো স্কুলে যায়নি বা যায়না এমন শিশুকে অন্তর্ভুক্ত করে শিক্ষার মূল স্রোতে ফেরানো হবে।