মোঃ মজিবর রহমান শেখঃ জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। ৫১ তম জাতীয় সমবায় দিবসে” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” (সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত)এই পতিপাদ্যকে সামনে রেখে এ বছরও প্রতিবছরের নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী ন্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে উদযাপন করা হয়। শনিবার (৫ নভেম্বর) ২০২২ সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দাবিরুল ইসলাম এমপি , ঠাকুরগাঁও-২ আসন এবং সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আসলাম জুয়েল , বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন , বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় ,এ সময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বালিয়াডাঙ্গী উপজেলার সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় রয়েছে ৬০টি সমবায় সমিতি। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।