লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় একটি মিছিল আসাকে কেন্দ্র করে হট্টগোলের এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ২৯ জন আহত হয়েছে বলে জানা গেছে।জানা যায়,সোমবার (৭ নভেম্বর)সকাল সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা চলাকালীন কিশোরগঞ্জ জেলা যুবদলের একটি মিছিল আসলে পুলিশ তাতে বাধা দেয়।এতে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ০৪ রাউন্ড ফাঁকা গুলি করে।জেলা ছাত্রদলের সহ-সভাপতি সায়েদ সুমন জানান,আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।জেলা বিএনপির সাধারন সম্পাদক জানান এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরীফ,সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন,সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, হোসেনপুর উপজেলা যুবদলের সভাপতি সম্রাটসহ বিএনপির ১৮-১৯ জন নেতাকর্মী আহত হয়েছে।এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024