আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের মটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারের গণসচেতনতায় উদ্বুদ্ধকরণ অভিযান পরিচালনা করেন । গত সোমবার(৭ নভেম্বর) বিকাল ৩:৩০ মিনিটে পৌর সদর বাজার চৌরাস্তায় ও বারাসিয়া নদী সংলগ্নে ট্রাফিক আইন বাস্তবায়নের ও দূর্ঘটনা কবলে আহত হওয়ার হাত থেকে রক্ষার জন্য তিনি (আবু তাহের) নিজ হাতে হেলমেট বিহীন চালককে হেলমেট পরিধান করে দেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্দ্যোগে নিজের টাকা দিয়ে হেলমেট কিনেছি।যারা রাস্তায় হেলমেট ব্যবহার করে না, তাদের হেলমেট ব্যবহারের সচেতনতায় এ উদ্যোগ, তাদের হেলমেট পরিয়ে দিচ্ছি। হেলমেট বাসায় থাকলে সেটা পরে অথবা না থাকলে ক্রয় করে আমারটা ফেরত দিবে।পরবর্তীতে হেলমেট পরে গাড়ি চালাবে এমন অঙ্গিকারের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে । প্রাথমিকভাবে কোন জরিমানা করা হচ্ছে না।তার (ওসির) এ অভিযানকে জনসাধারণ ও সুধী মহল সাধুবাদ জানিয়েছেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024