মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে ৬০ লাখ ২০ হাজার টাকা মূল্যর মানের সর্বাধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
৬ নভেম্বর রবিবার উপজেলা কৃষি অফিস চত্বরে বোরহানউদ্দিনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা এইচ.এম শামীমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া প্রমুখ।
এ সময় কৃষকদের মধ্যে প্রতিটি ৩০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ টি অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার,পাওয়ার ট্রিলার অপারেটর সিডার,পাওয়াট থ্রেসার,রাইস ট্রান্সপ্লান্টার সহ বিভিন্ন আধুনিক কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এইচ.এম শামীম সভাপতির বক্তব্য বলেন,দেশে এক সময় সাড়ে ৭ কোটি মানুষের মুখে আহার যোগানো কঠিন বিষয় ছিল।
উন্নত কৃষি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক দেশের ১৮ কোটি মানুষের মুখে আহার যোগাচ্ছেন। এ সাফল্যের ধারা অব্যহত রাখতে আধুনিক কৃষিকে উৎসাহিত করতে সরকার এ খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে।
এ সময় উপস্থিত কৃষকরা জানান, কৃষিতে যেসব আধুনিক উপকরণ এসেছে এসব উপকরণ ব্যবহারের ফলে কৃষি এখন লাভজনক হিসেবে মূল্যায়ন পাচ্ছে। সরকারের সহায়তা অব্যহত থাকুক এই কামনা করেন তারা।