আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৫ জন প্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন কাজী আবু খায়ের ৩০৫ ভোট পেয়ে প্রথম, মো. মাসুদ শেখ ২৮১ ভোট পেয়ে দ্বিতীয়, মো. ওবায়দুর রহমান পরামানিক ২৭৮ ভোট পেয়ে তৃতীয় ও আরবান আলী মোল্লা ২৩৬ ভোট পেয়ে ৪র্থ বিজয়ী হয়েছেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দিতায় কাজী হারুন অর রশিদ দাতা সদস্য, মোসা. রুবিনা আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি,মো. ইয়াকুব আলী ও মো. নিজামুল করিম শিক্ষক প্রতিনিধি ও খালেদা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মো.আশরাফুর রহমান মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।